[১] রাজশাহীতে নিজেদের অজ্ঞতার কারণ দেখিয়ে আইনজীবীদের কোর্ট বর্জনের ঘোষণা
আমাদের সময়
প্রকাশিত: ১৪ মে ২০২০, ১৫:৪৩
রাজশাহীতে ভার্চুয়াল কোর্টের কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনে এই কোর্টের মাধ্যমে ২ জন জামিন পেয়েছেন। এদিকে রাজশাহীর আইনজীবীরা ভার্চ্যুয়াল কোর্ট বর্জনের ঘোষণা দিয়েছেন। নিজেদের প্রযুক্তিগত ও অবকাঠামোগত অসুবিধার কারণে আইনজীবীরা এই কোর্ট বর্জনের সিদ্ধান্ত নেন বলে জানা গেছে। [৩] গত ১০ মে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ তার—২১১ নম্বর বিজ্ঞপ্তির মাধ্যমে আদালতে শারীরিক উপস্থিতি রোধ ও সামাজিক দুরত্ব নিশ্চিতকরে ভার্চ্যুয়াল কোর্ট পরিচালনার নির্দেশ দেন। উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে গত ১১ মে রাজশাহী মহানগরের বিভিন্ন থানার মামলা সমূহ পরিচালনার লক্ষ্যে রাজশাহী সিএমএম আদালতে ৪টি ভার্চুয়াল কোর্ট স্থাপন এবং এ আদালতের কার্যক্রম পরিচালনার জন্য যাবতীয় প্রস্তুতিও সম্পন্ন করা হয়।